23 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » খান ইউনিসের প্রায় ৫ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যাবার নির্দেশ

খান ইউনিসের প্রায় ৫ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যাবার নির্দেশ

গাজার শহর খান ইউনিসের

বিশ্ব ডেস্ক:  ইসরায়েলি বাহিনী গাজার শহর খান ইউনিসের প্রায় ৫ লাখ ১৩ হাজার ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যাবার নির্দেশ দিয়েছে। খবর আল জাজিরার।

বুধবার(২৪ জানুয়ারি)মাইকিং করে এলাকা ছেড়ে যাবার ইসরায়েলি আদেশের পর খান ইউনিসে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

গত কয়েকদিন ধরে গাজার শহর খান ইউনিসে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি সৈন্যদের তীব্র লড়াই চলছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ২৪ জন ইসরায়েলি সৈন্য মারা যাবার পর আইডিএফ ব্যাপক তল্লাশী ও নির্বিচারে বোমা হামলা ও গুলিবর্ষণ করছে। একই সময়ে সেখানে দুশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

হতাহতদের হাসপাতালে নেয়া, দাফনকাজেও বাঁধা দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা।

চারদিক থেকে শহর খান ইউনিসকে ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সৈন্যরা। হাসপাতালগুলোও অবরুদ্ধ। হাসপাতালের অভ্যন্তরে সৈন্যরা অবস্থান নেয়ায় চিকিৎসা কার্যক্রমও অচল হয়ে পড়েছে।

জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল

এদিকে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল এক বৈঠকে পুনরায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছে।

উভয়পক্ষের ব্যাপক ক্ষতি বিবেচনায় মানবিক কারণে এখনই যুদ্ধ বন্ধ করা উচিত।

গাজা-ইসরাইল যুদ্ধে গাজায় গত সাড়ে তিন মাসের ইসরায়েলি হামলায় প্রায় ২৬ হাজার ফিলিস্তিনির মৃত্যু ঘটেছে। আহত হয়েছে ৬০ হাজারের বেশি। ২৩ লাখ জনসংখ্যার গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে দখলদার বাহিনী ইসরাইল।

বিএন এনিউজ,এসজিএন/এইচমুন্নী / হাসনা

Loading


শিরোনাম বিএনএ