29 C
আবহাওয়া
৪:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায়: তথ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায়: তথ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায়: তথ্যমন্ত্রী

বিএনএ,ঢাকা: আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান  মাহমুদ। যে কোন সময়ের চেয়ে দুই দেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় বলেও জানান তিনি।

রোববার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম বর্ষে পদার্পণ ও দেশপ্রেম দিবসে আন্তর্জাতিক সেমিনারে তথ্যমন্ত্রী আরও বলেন, প্রতিবেশি হিসেবে প্রথম ভ্যাকসিন উপহার দিয়ে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে প্রমাণ করেছে। দেশের কিছু রাজনৈতিক দলের মূল এজেন্ডা ভারতের বিরোধিতা করা।

হাছান মাহমুদ বলেন, সুভাষ চন্দ্র বসুর নেতৃত্ব ও আদর্শ বহন করেছেন বঙ্গবন্ধু।তারা জনগণের জন্য কাজ করেছেন।দুজনেই দেশপ্রেমে জীবন উৎসর্গ করেছেন।তাদের আদর্শে উজ্জীবিত হতে হবে।দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান মনে রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সে সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশ এবং ভারত যেভাবে একসঙ্গে কাজ করেছে, একইভাবে ভবিষ্যতেও দু’দেশের মাঝে এ সুসম্পর্ক বজায় থাকবে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ