37 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ঐতিহ্যবাহী পাট শিল্প রক্ষা করতে হবে : শ্রম  প্রতিমন্ত্রী

ঐতিহ্যবাহী পাট শিল্প রক্ষা করতে হবে : শ্রম  প্রতিমন্ত্রী


বিএনএ, ঢাকা : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ঐতিহ্যবাহী পাট শিল্পকে রক্ষা করতে হবে। আশা করছি বন্ধ সরকারি পাটকলগুলো শিগগির চালু হবে। নতুন প্রযুক্তি  প্রয়োগের মাধ্যমে পাট শিল্পের সুদিন ফেরাতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ)’র ৩৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বেগম মন্নুজান সুফিয়ান আরো বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করতে হবে। পাট শিল্পের উন্নয়নে এই ম্যান্ডেটরি এ্যাক্ট প্রয়োগে মাঠ পর্যায়ে অভিযান জোরদার করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত পাট শিল্পের উন্নয়নে আমাদের সকলকে পলিথিনের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমাদের পাটজাত পণ্য রপ্তানিতে বন্ধু প্রতিম দেশ ভারতের এ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপের ফলে পাটকলগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনেক মিল ইতোমধ্যে বন্ধও হয়ে গেছে। তাই দেশের বৃহত্তম এবং শ্রমঘন এ শিল্পের উন্নয়নে এ্যান্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারে আমাদের ভারত সরকারের সাথে আলোচনা ফলপ্রসু করতে হবে।

বিজেএমএ’র সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় নব-নির্বাচিত সভাপতি আবুল হোসেন বক্তৃতা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ