18 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের  আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

ভারতের  আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২


বিএনএ ডেস্ক :  ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটে আদালতের তৃতীয় তলার একটি শৌচালয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়,  বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এতে শৌচালয়ের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশের বিভিন্ন কক্ষের কাঁচ ভেঙে পড়ে।

বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলছিল। মূলত ভয়াবহ এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরই মধ্যে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছে।

পুলিশ ওই ভবন ঘিরে রেখেছে। তবে কী কারণে এ বিস্ফোরণ, তা জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, যখন এ বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন আদালতের কার্যক্রম চলছিল। যে ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ভবনে আটটি আদালতকক্ষ রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ