বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গদ ২৪ ঘন্টায় আরও ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হযেছে। তবে এর মধ্যে কেউ মারা যায়নি। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা মধ্যে এ ১৩ জন শনাক্ত হয়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তথ্য অনুয়ায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন মহানগর এলাকার এবং ৬ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৪২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১৯৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৪৭ জন।
এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিএনএ/ ওজি