বিএনএ ঢাকা: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে চর মারার অপরাধে সাময়িক বরখাস্ত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
এর আগে তাকে ধরতে ওই হোটেলটি ঘিরে রাখে র্যাব। পরে সেখানে অভিযান চালিয়ে শাহনেওয়াজকে গ্রেফতার করা হয়।
গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে চর মারেন মেয়র শাহনেওয়াজ। পাশাপাশি তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন।
পরে লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান এবং থানায় মামলা করেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে পৌর মেয়রকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সর্বশেষ মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
লাঞ্ছিতের ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যেই আত্মগোপনে চলে যান শাহনেওয়াজ। তাকে কোথাও দেখা যায়নি। জামালপুর থেকে নিজেকে গোপন করতে ঢাকায় অবস্থান নেন শাহনেওয়াজ।
বিএনএনিউজ/আরকেসি