32 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মেক্সিকো-পোল্যান্ড ম্যাচটি গোলশূন্য ড্র

মেক্সিকো-পোল্যান্ড ম্যাচটি গোলশূন্য ড্র


বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে পোল্যান্ড। মঙ্গলবার (২২ নভেম্বর) গ্রুপ ‘সি’ এর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় দোহায় মুখোমুখি হয় এই দু’দল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

প্রথমার্ধে বেশির ভাগ সময়ই দুই দল এলোমেলো আর রক্ষণাত্মক ফুটবল খেলেছে। প্রথমার্ধে দুই দল মিলিয়ে গোলের ভালো সুযোগ একটাই তৈরি করতে পেরেছে। সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি মেক্সিকোর হোর্হে সানচেজ। তাঁর গতিময় শটটি পোল্যান্ডের গোলকিপার ভয়চেক সেজনিতে পরাস্ত করলেও চলে যায় বারের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে দুই দলই রক্ষণভাগ ঠিক রেখে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে।

পেনাল্টি নষ্ট করেন পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি। তাঁর শট রুখে মেক্সিকোর পরিত্রাতা হয়ে ওঠেন গোলকিপার গিলেরমো ওচোয়া। ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি বক্সে লেভানডফস্কিকে ফেলে দেন কামিনস্কি। পোলিশদের পোনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। প্রায় দুই মিনিট খেলা চলার পর অবশ্য ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান তিনি। লেভার নেওয়া পেনাল্টি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ওচোয়া।

৯০ মিনিটের খেলাটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে মীমাংসা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Total Viewed and Shared : 1 54 , 54 views and shared


শিরোনাম বিএনএ