25 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কাবাডিতে চ্যাম্পিয়ন পাহাড়ের কন্যারা

কাবাডিতে চ্যাম্পিয়ন পাহাড়ের কন্যারা


বিএনএ, রাঙ্গামাটি : অনুষ্ঠিত ৪৯ তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন রাঙামাটির দুর্গম উপজেলার জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। রোববার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ মহিলা ক্রীড়া সংস্থা মাঠে অনুষ্ঠিত খেলায় পদ্ম অঞ্চলকে (ঢাকা বিভাগকে) পরাজিত করেন তারা।

তথ্যমতে, বিদ্যালয়টি ২০১৯ সালে ৪৮ তম প্রতিযোগিতায়ও দেশ সেরা হয়। করোনার কারণে ২ বছর প্রতিযোগিতা হয়নি। ২০২২ সালে ৪৯ তম প্রতিযোগিতায় ধারাবাহিকতা বজায় রেখে দেশ সেরা হল বিদ্যালয়টি, ধরে রাখেন পূর্বের ঐতিহ্য। তাছাড়াও দলটি ২০১৮ জাতীয় পর্যায়ে রানার্স আপ  এবং ২০১৭ সালে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন ছিলেন।

জানা যায়, পাহাড়ের কন্যাদের দলটি উপজেলা থেকে জেলা ডিঙিয়ে উপ-অঞ্চল, অঞ্চলভিত্তিক সব দলকে পরাজিত করে শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তাদের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা আছেন। সোমবার বিকালে ময়মনসিংহ হতে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেবে তারা। জয়ের সুখবর শুনে খেলোয়াড়দের জন্য পুরষ্কারের ঘোষণা দিয়েছেন জুরাছড়ির সাবেক ইউএনও মাহফুজুর রহমান। বর্তমানে তিনি বাহরাইনের কর্মরত আছেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ