18 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

পটিয়ায় পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায়  উজ্জ্বল সেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বিসিক এলাকার ময়লার স্তূপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।উজ্জ্বলের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মোজাফফরবাদ গ্রামে বাবুল সেনের ছেলে। তিনি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন, অথবা কেউ তাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ