18 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ আহত

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ আহত

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ আহত

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর জেলা কারাগার থেকে চার আসামি লক্ষ্মীপুরে নেওয়ার পথে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই পুলিশ সদস্যের অবস্থা অশঙ্কাজনক।  এরা হলেন কনস্টেবল রাকেশ ও বেসান্ত। তারা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে

তিনি আরও জানান, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে পুলিশ এসকর্ট গাড়িটি লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় মাইক্রোবাসে থাকা এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।

বিএনএনিউজ২৪ ডটকম, গিয়াস উদ্দিন রনি,জিএন

Loading


শিরোনাম বিএনএ