25 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আমি না জিততে পারলে মুখ্যমন্ত্রী অন্য কেউ হবে : মমতা

আমি না জিততে পারলে মুখ্যমন্ত্রী অন্য কেউ হবে : মমতা

মমতা

বিএনএ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি আপনাদের ভোট চাই। আমি জিততে না পারলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে। তিনি বুধবার(২২ সেপ্টেম্বর) নির্বাচনী এক সভায় এ মন্তব্য করেন।

মমতা বলেন, ‘বৃষ্টি হলে ভাবলেন, মমতা তো এমনিতেই জিতে যাবেন, আমাদের ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই। দয়া করে এটা করবেন না। আমার তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু আমি যদি না জিততে পারি তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী অন্য কেউ হবে। আমি কিন্তু হতে পারব না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এজন্য যে আপনাদের ভোটটা কেন প্রয়োজন।’

মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, একশোয় একশো জনকে বেরোতে হবে। তার কারণ লড়াইটা অনেক বড়। এনআরসি নিয়ে, সিএএ,ক্যাব নিয়ে লড়বে কে? বিজেপি’র দাঙ্গার বিরুদ্ধে লড়বে কে? অত্যাচারের বিরুদ্ধে লড়বে কে?’ এজন্য তাকে ভোট দেওয়া বিশেষ প্রয়োজন বলে মমতা উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। জোরদার প্রচারে নেমেছে বিজেপি বণাম তৃণমূল। একদিকে তৃণমূলের পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। অন্যদিকে সিপিএমের বাজি, তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ