বিশ্বডেস্ক: ব্যাংককের ট্যাক্সি চালক এক বাংলাদেশী পর্যটককে ৩ লাখ ৭৩ হাজার ৪৯০ বাথ( যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৬৯ হাজার টাকা) একটি ব্যাগ ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। থাই পত্রিকাগুলো এ খবর ফলাও করে প্রকাশ করেছে।খবর পাতায়া নিউজ ডটকম।
বাংলাদেশী পর্যটক জহিরুল ইসলাম মুন্সি আইডি কার্ড, ক্রেডিট কার্ডসহ সব টাকা পয়সা ফেরত পেয়ে যারপরনাই আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্যাক্সি চালক পর্ণসাক ফুনি ও দেশটির পুলিশের নিকট।
ট্যাক্সি চালক পর্ণসাক ফুনি সাংবাদিকদের জানান, গত ১৯ আগস্ট শনিবার তার ট্যাক্সির পিছনের সিটে রেখে যাওয়া একটি মানিব্যাগের তথ্য অন্য একজন যাত্রী তাকে অবহিত করেছিলেন। তখন তার মনে পড়ে যে টাকার ব্যাগটি সম্ভবত ওই তিনজন বাংলাদেশি পর্যটকের যাদের তিনি সুবর্ণভূমি বিমানবন্দর থেকে একটু আগে ব্যাঙ্ককের ফাহুরাত এলাকার ইন্ডিয়া এম্পোরিয়াম ডিপার্টমেন্ট স্টোরে নামিয়ে দিয়েছিলেন।
ট্যাক্সি চালক পর্ণসাক ফুনি FM91 ট্র্যাফিক প্রো রেডিও স্টেশনে কল করে ব্যাগ পাবার বিষয়টি জানান। পরের সোমবার মিঃ পর্ণসাক এফএম 91 রেডিওর কর্মকর্তাদের সাথে রয়্যাল থাই পুলিশ হেডকোয়ার্টার্সে মিঃ জহিরুল ইসলাম মুন্সির টাকাসহ সমস্ত জিনিসপত্র ফেরত দেন। ব্যাগটিতে ছিল নগদ ৩ লাখ ৭৩ হাজার ৪৯০ বাথ(১১ লাখ ৬৯ হাজার টাকা),৭ হাজার ৫০ ভারতীয় রুপি (৩০০০বাথ), এনআইডি কার্ড ও ক্রেডিট কার্ড।
ট্যাক্সি চালক পর্ণসাক ফুনি এক দশক ধরে গাড়ি চালানোর অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “আমার কর্মজীবনে গাড়িতে যাত্রীদের বহু জিনিসপত্র পেয়েছি, যা আমি সর্বদা তাদের কাছে ফেরত দিয়ে এসেছি। আমি কখনই তাদের জিনিসপত্রের লোভ করিনি।
মিঃ জহিরুল ইসলাম মুন্সি টাকার ব্যাগ ফেরত পেয়ে ট্যাক্সি চালক পর্ণসাক ফুনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ”তিনি আমাকে বড় বিপদ থেকে বাঁচালেন, আমার ভাইয়ের কাজ করেছেন। আমি তার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।”
বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা