16 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অসহায় ইউনুসের চিকিৎসার দায়িত্ব নিলেন মিজানুর রহমান মজুমদার 

অসহায় ইউনুসের চিকিৎসার দায়িত্ব নিলেন মিজানুর রহমান মজুমদার 


বিএনএ, ফেনী : মোঃ ইউনুস (২৪), ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের বাসিন্দা। জন্ম থেকেই তার মাথা বড়। গত প্রায় ৪ মাস পূর্বে কপাল ফুলে মাথায় প্রচন্ড ব্যথা ও জ্বর নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

সেখানে তাকে পরিক্ষা নিরীক্ষার পর তার ব্রেনে পানি জমে (হাইড্রোসেফালাস) আছে এবং অপারেশনের জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে তার মাথা ফুলে অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে সে। তার সত্তোরোর্ধ বৃদ্ধ বাবা ওয়াজি উল্লাহর পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা করানো কোনভাবেই সম্ভব হচ্ছিল না। অসুস্থ ইউনুসের বৃদ্ধা মাতা ছেমনা বেগম সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের শরণাপন্ন হলে তিনি ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের এমডি, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মজুমদারের নজরে আনেন।

আরও পড়ুন : ফুলগাজীতে ২১ আগস্টের অনুষ্ঠানে যোগ দিলেন মিজানুর রহমান মজুমদার

তিনি ইউনুসের খোঁজখবর নেয়ার পাশাপাশি তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহনের কথা জানান। ইউনুসের মাতা ছেমনা বেগম বলেন,আমি ও আমার পরিবার খুবই খুশি। এ জন্য আমরা কৃতজ্ঞতা ভরে দানবীর মিজানুর রহমান মজুমদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন, রাজনীতি করি মানুষের জন্য। আমি মনে করি, “বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে পারাটাই জীবনের স্বার্থকতা। তাছাড়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধু কন্যার মানবিকতা থেকেই আমরা মানবিক কাজ করার অনুপ্রেরণা পাই।

আরও পড়ুন :

শেখ হাসিনার ওপর হামলা মানে, দেশের উন্নয়নকে রুখে দেবার চেষ্টা-মিজান

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ