বিএনএ, দিনাজপুর : দিনাজপুরে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছে আরও দুই শিশু।
সোমবার বেলা তিনটায় উপশহরের ৪ নম্বর রেলঘুমটি ব্লকের মনোয়ার চৌধুরীর পুকুরের পাশের খেলার মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হলে চার শিশুর মৃত্যু হয়।
বজ্রপাতে নিহতরা হলো, সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মণ্ডলের ছেলে মিম (১২)।
অন্যদিকে বজ্রপাতে চার শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে, দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন।
একইদিন বেলা সাড়ে তিনটার দিকে জেলার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের ভুড়িয়াপাড়ায় বজ্রপাতে তিন তরুণের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের পুকুরে ছিপ ফেলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)
ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
বিএনএনিউজ/এইচ.এম।