Bnanews24.com
Home » গোপনে বিয়ে করলেন তনুশ্রী!
এক নজরে বিনোদন

গোপনে বিয়ে করলেন তনুশ্রী!

তনুশ্রী

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। গত রবিবার এ অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই এমন গুঞ্জন শুরু হয়।এদিন নববধূর সাজে ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। এরপর থেকেই গুঞ্জন, তাহলে কি গোপনে বিয়ে করেছেন তনুশ্রী চক্রবর্তী?

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তীও তনুশ্রীর পোস্টে এসে কমেন্টস করেছেন, বিয়ে কবে?যেখানে উল্টো মিমিকে ভক্তরা প্রশ্ন করেছেন তার বিয়ে কবে? এরপর তনুশ্রী জানান, তিনি বিয়ে করেননি, এটি ফটোশুটের ছবি।

তনুশ্রী চক্রবর্তী একজন বাঙালি মডেল এবং অভিনেত্রী। তিনি পেশায় একজন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী। এ নায়িকা মর্ডান হাই স্কুল থেকে স্কুলজীবনের শিক্ষা শেষ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাসন্তী দেবী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্রাজ্যুয়েশন করেন। স্কুল সমাপ্ত করার পরেই মডেল হবার সুযোগ লাভ করেন। এরপর তিনি বেশকিছু পণ্যের বিজ্ঞাপন-এ অংশ নেন। পর্যায়ক্রমে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত উড়ো চিঠিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হন।

ব্রেকিংনিউজ/এমএইচ