18 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » পালিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস

পালিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস

পালিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস

বিএনএ, চট্টগ্রাম: ‘লেটস মুভ এন্ড সেলিব্রেইট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। সকলকে শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এবারে দিবসটি পালনের মূল উদ্দেশ্য।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দুই দিন আগে সুইজারল্যান্ডের লসানে অবস্থিত অলিম্পিক হাউসে চলতি বছরের অলিম্পিক দিবস উদযাপন করেছে তিনদিন আগেই। তবে আজ থাকছে বিভিন্ন কর্মসূচি।

বাংলাদেশের বিভিন্ন স্থানে দিবসটি পালনে সভা সেমিনারসহ বিভিন্ন আয়োজন থাকছে। চট্টগ্রামে দিবসটি সামনে রেখে আলিয়ঁস ফ্রঁসেজে গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক দিবস ছাড়াও এই আয়োজনের আরো একটি উদ্দেশ্য হচ্ছে এবারের অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। যার স্বাগতিক ফ্রান্স। মূল গেমস শুরু হবে ২৬ জুলাই, চলবে ১১ আগস্ট পর্যন্ত। অন্যদিকে ফ্রান্সের প্যারিসেই প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ