24 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » প্রথমবারের মতো ভুটান বাণিজ্য-বিনিয়োগ মেলা শুরু

প্রথমবারের মতো ভুটান বাণিজ্য-বিনিয়োগ মেলা শুরু

প্রথমবারের মতো ভুটান বাণিজ্য-বিনিয়োগ মেলা শুরু

বিএনএ, ঢাকা: প্রথমবারের মতো ঢাকায় তিন দিনব্যাপী ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভুটান দূতাবাসের আয়োজনে এ মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে ভুটান আমাদেরকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল। আর ভুটানের পর আমাদের স্বীকৃতি দেয় ভারত। সে হিসেবে ভুটান আমাদের বন্ধু। ভুটানের সাথে আমাদের সম্পর্ক কোনোদিন শেষ হবে না। তিন দিনব্যাপী ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলার মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। আমরা চাই ভুটান আমাদের দেশে আরও বিনিয়োগ করুক। ভুটানের জন্য আমাদের দ্বার সবসময় উন্মুক্ত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগের জন্য ইতোমধ্যে ভারত, জাপান, সাউথ কোরিয়া এগিয়ে এসেছে। ভুটানের জন্যও আসার সুযোগ আছে। ভুটানকে বলব, বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন।

অনুষ্ঠানে জানানো হয়, ভুটান এবং বাংলাদেশ ২০২০ সালের ৬ ডিসেম্বর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর করেছে। তবে, মহামারি দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের কারণে দুই দেশ চুক্তির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। এই লক্ষ্যে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য ঐতিহাসিক পিটিএ চুক্তির বিধানগুলোকে আরও সহজতর করার লক্ষ্য নিয়ে ভুটান এই বাণিজ্য ও বিনিয়োগ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে ভুটানের আবাসিক মিশন বা দূতাবাসের প্রধান, ব্যবসায়ীক চেয়ারপারসন, শীর্ষ ব্যবসায়ীক সংস্থার নির্বাহী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভুটানের প্রায় ২৫টি কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করেছে। এমনকি মেলায় তারা ভুটানে তৈরি এবং ভুটানে উৎপাদিত প্রিমিয়াম মানের পণ্যের প্রদর্শন করেছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ