বিএনএ, বিশ্বডেস্ক : একজন শীর্ষ রুশ জেনারেল বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসাবে রুশ সেনাবাহিনী দনবাস এবং দক্ষিণ ইউক্রেনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে।
২০১৪ সালে এক গণভোটের মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে যোগদানকারী ক্রিমিয়া ও দোনবাসের মধ্যে একটি স্থল করিডোর তৈরি করা হবে বলে রাশিয়ার কেন্দ্রীয় সামরিক ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ শুক্রবার ঘোষণা করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সেনা, জ্বালানি ডিপো এবং সামরিক সরঞ্জামসহ ইউক্রেনের ৫৮টি সামরিক লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়েছে।
এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সামরিক বাহিনী হাইপ্রিসিশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের তিনটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ এবং বিপুল পরিমাণ মামরিক সরঞ্জামসহ ইউক্রেনীয় সেনাদের একটি অবস্থান রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৮,০০০ কোটি ডলারের সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা দেয়ার পর এ খবর এলো। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।