32 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » ২০২১ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু ১ এপ্রিল

২০২১ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু ১ এপ্রিল

২০২১ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু ১ এপ্রিল

বিএনএ, ঢাকা :      কোভিড-১৯ অতিমারির কারণে নির্বাচনি পরীক্ষা ছাড়াই ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।  আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিলের মধ্যে এই ফরম পূরণ করতে হবে। ফি জমা দেয়া যাবে ৮ এপ্রিল পর্যন্ত। এই সময় বোর্ড নির্ধারিত ফি ছাড়া কোনও ফি নেয়া যাবে না।

গত ২১ মার্চ ঢাকা শিক্ষা বোর্ড ২০২১ সালের এসএসসি ফরম পূরণ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুসারে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করা যাবে। বিলম্ব ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ২৯ মার্চ দেওয়া হবে। সম্ভাব্য তালিকা অনুসারে ১ এপ্রিল থেকে আগামী ৭ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি এক হাজার ৫০৫ টাকা, কেন্দ্র ফি ৪৬৫ টাকাসহ এক হাজার ৯৭০ টাকা।

ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বোর্ড ফি এক হাজার ৪১৫ টাকা, কেন্দ্র ফি ৪৩৫ টাকাসহ এক হাজার ৮৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

মানবিক বিভাগের জন্য বোর্ড ফি এক হাজার ৪১৫ টাকা, কেন্দ্র ফি ৪৩৫ টাকাসহ এক হাজার ৮৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ