27 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতের গম গেলো আফগানিস্তানে

পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতের গম গেলো আফগানিস্তানে


বিএনএ, বিশ্বডেস্ক : খাদ্য সংকটে থাকা আফগানিস্তানে ৫০ হাজার টন গম পাঠালো ভারত। পাকিস্তানের মধ্য দিয়ে চালানটি যাচ্ছে আফগানিস্তানে। আর এর মধ্য দিয়ে মানবিক সহায়তা পৌঁছাতে প্রতিদ্বন্দ্বী দুটি দেশ তাদের ভেদাভেদ ভুলে এক বিরল নজির সৃষ্টি করলো।

৫০টি আফগান ট্রাকের একটি কনভয় ২৫০০ টন গম বহন করে আনে, যাতে ব্যানারে লেখা ছিল “আফগানিস্তানের জনগণের জন্য ভারতীয় জনগণের উপহার”।

ভারতের স্বরাষ্ট্র সচিব, হর্ষ বর্ধন শৃংলা ভারত ও পাকিস্তানের আত্তারি-ওয়াঘা সীমান্ত স্ক্রসিংএ কনভয়টিকে বিদায় জানান।

ভারতের সঙ্গে আফগানিস্তানের জন্য খাদ্য সরবরাহের চুক্তি মোতাবেক,জালালাবাদের জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচীর কাছে এই গমের চালানটি হস্তান্তর করা হবে।

ইসলামাবাদ নতুন দিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাতিল করার পর, ২০১৯ সালের আগস্ট থেকে ভারত থেকে রপ্তানির জন্য আত্তারি-ওয়াগাহ সীমান্তটি বস্তুত বন্ধ থাকে। তবে নতুন দিল্লির অনুরোধে ইসলামাবাদ তাদের অঞ্চলের মধ্যে দিয়ে চালান সরবরাহের অনুমতি দেয়। এই সরবরাহে নতুন দিল্লি ৫টি চালানে ৫ লক্ষ করোনার টিকা, ১৩ টন অত্যাবশ্যকীয় ঔষধ এবং শীতকালীন বস্ত্র পাঠিয়েছে, যার মধ্যে সর্বশেষ চালানটি পাঠানো হয় শনিবার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ