25 C
আবহাওয়া
৭:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মার্চে ডিএনসিসির কর আদায় অনলাইন ভিত্তিক হচ্ছে

মার্চে ডিএনসিসির কর আদায় অনলাইন ভিত্তিক হচ্ছে


বিএনএ, ঢাকা : জনদুর্ভোগ কমাতে ও কর আদায় প্রক্রিয়া সহজতর করতে ২৮ মার্চের মধ্যে সবধরনের কর আদায় অনলাইন ভিত্তিক করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-২ নগরভবনে আয়োজিত রাজস্ব বিভাগের কর আদায়সহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

আতিকুল ইসলাম বলেন, ‘২৮ মার্চে পর নগদ টাকা গ্রহণ ব্যবস্থা থাকবে না। সব টাকা অনলাইনে জমা করতে হবে। জনদুর্ভোগ কম হলে মানুষ বেশি বেশি কর দিতেও আগ্রহী হবে।’

তিনি বলেন, ‘বিদেশে সবধরনের কর অনলাইনে আদায় করা হয় বলেই সবাই কর দিতে স্বাচ্ছন্দ বোধ করে। আমরা এই পরিবর্তনটা আনতে চাই।’

ইতোমধ্যে ডিএনসিসির বেশ কয়েকটি অঞ্চলে অনলাইন ভিত্তিক কর আদায় শুরু হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘অঞ্চলগুলোতে হেল্পডেস্ক গঠন করতে হবে। মানুষ যাতে কর দিতে এসে সহযোগিতা পায় তার জন্য হেল্পডেস্কের প্রয়োজন রয়েছে।’

এ সময় মেয়র ডিএনসিসির সকল নাগরিকদের ফোন নাম্বার, এনআইডি নাম্বার ও ই-মেইল নাম্বার সংশ্লিষ্ট অঞ্চলসমূহে প্রদানের জন্য অনুরোধ করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ