বিএনএ ডেস্ক :সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানু থেকে মাহিম নামে ২৪ দিন বয়সী একটি শিশু চুরি হয়েছে। এ ঘটনার পর থেকে শিশু ওয়ার্ডে চোর আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশু উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে।
শিশু মাহিমের মা শারমিন বলেন, ‘বাচ্চার ঠান্ডাজনিত কারণে ছয় দিন আগে হাসপাতালে ভর্তি হই। মঙ্গলবার দুপুরে শিশুর কাপড় ধোয়ার জন্য বাইরে যাই। ফিরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খুঁজেও পেলাম না।’
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘শিশু ওয়ার্ডের ডাক্তার-নার্সদের অবহেলার কারণে আমার ছেলেটা হারিয়ে গেল।’
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।