বিএনএ, রাঙামাটি: রাঙামাটির মেঘের রাজ্য সাজেকে গাড়ি উল্টে ৪ জন পর্যটক মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সাজেকের মাচালং একুইজ্জাছড়ি এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ৮ জন পর্যটক নিয়ে সাজেকমুখী একটি লেগুনা গাড়ি মাচালং একুইজ্জাছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৪ জন পর্যটক মারাত্মকভাবে আহত হন। আহতের বাড়ি চট্টগ্রাম বলে জানান তারা।
জানা গেছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়রা উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের নাম ফাতেমাতুজ জোহরা (৩৮) ও সালাউদ্দিন (৪০)। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যান।
রাজিব চাকমা নামে একজন বলেন, সাজেক সড়কে ৩ চাকার লেগুনা গাড়ি চলাচল খুব ভয়ানক। কারণ সড়কটি খুব ঝুঁকিপূর্ণ। তিনি দু’পাশের জঙ্গল ও সড়ক মেরামতের দাবি জানান। এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলমকে ফোনে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি