25 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » বরাদ্দকৃত সরকারি বাসায় না থাকলে ভাড়া কেটে নেয়ার নির্দেশ

বরাদ্দকৃত সরকারি বাসায় না থাকলে ভাড়া কেটে নেয়ার নির্দেশ

বরাদ্দকৃত সরকারি বাসায় না থাকলে ভাড়া কেটে নেয়ার নির্দেশ

বিএনএ,ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দকৃত বাসায় তাদের বসবাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সরকারি বাসা বরাদ্দ নেয়ার পরও যারা সেখানে বসবাস না করে অন্যত্র বাসা ভাড়া করে থাকেন তাদের বাড়ি ভাড়া বাবদ প্রদত্ত টাকা বাতিল করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গণভবন থেকে একনেক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীদের জন্য যেসব বাসা বরাদ্দ করা হয়েছে, সেই বাসায় না থাকলে বাড়িভাড়া বাবদ যে সরকারি বরাদ্দ আছে তা আর পাবেন না।এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ তিনি।

সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেছেন,বর্তমানে অনেক সরকারি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী তাদের নামে বরাদ্দকৃত সরকারি বাসায় থাকছেন না। সরকারি কর্মকর্তারা এখন বাড়ি ভাড়া বাবদ বেশ ভালো ভাতা পেয়ে থাকেন।এ টাকা দিয়ে তারা সরকারি বাসায় না থেকে নিজেদের পছন্দমতো ভাড়া বাসায় থাকেন।এতে সরকারের অনেক টাকার অপচয় হয়।এ অপচয় কীভাবে রোধ করা যায়, প্রধানমন্ত্রী সে বিষয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান সচিব।

তিনি বলেন, সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউজ রেন্ট (বাড়ি ভাড়া) পাওয়া যায়, সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। এজন্য বাসাগুলো তৈরি থাকে, অব্যবহৃত থাকে এবং নষ্ট হয়। যাদের নামে বাসা বরাদ্দ হবে, তাদের ওই বাসাতেই থাকতে হবে। যদি না থাকেন তাহলে তারা বাড়িভাড়া বাবদ ভাতা পাবেন না।

এছাড়া, সাংবাদিকদের সামনে অনুমুদিত প্রকল্পের সার্বিক বিষয়ও তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।একনেক সভায় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে নতুন কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ