বিএনএ, ইবি (কুষ্টিয়া) : ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস এ মিট দ্য প্রেস এর আয়োজন করেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার সভা-কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সকল অফিস প্রধানদের সাথে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমানুর রহমানের সঞ্চালনায় মিট দ্য প্রেসে প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, প্রেস প্রশাসক ড. মোঃ সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক প্রমুখ উপস্থিত সাংবাদিকদের উত্থাপিত বিশ্ববিদ্যালয়ে বিরাজমান সমস্যাগুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও মিট দ্য প্রেসে অংশগ্রহণ করেন ইবি প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি সরকার মাসুম, বর্তমান সভাপতি আবু হুরায়রা, সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লাহ পাপ্পু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন অসীম, ইবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাসনিমুল হাসান প্রান্ত, কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম, খলিলুর রহমান জীম, ফারহানা নওশিন তিতলী, সামি আল সাদ আওন, জাহিদ বিন ফিরোজ’সহ অন্যান্য সাংবাদিকরা।
বিএনএনিউজ/তারিক/এইচ.এম।