30 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » লা লিগায় দাপুটে জয় পেয়েছে রিয়াল

লা লিগায় দাপুটে জয় পেয়েছে রিয়াল

লা লিগায় দাপুটে জয় পেয়েছে রিয়াল

বিএনএ ক্রীড়া ডেস্ক : লা লিগায় গ্রানাডার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (২১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলের জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। ম্যাচের ৭০ ভাগ সময় বলের দখল রেখে ২১টি শট করেছে তারা। এরমধ্যে ১০টিই  লক্ষ্য বরাবর ছিল। চারটিতে সফলতা এসেছে।

১৯ মিনিটে দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। এর ছয় মিনিট পর রিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন নাচো ফার্নান্দেজ। দুইটি বলই এসিস্ট করেছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

তবে, বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান কমায় গ্রানাডা। ৩৪ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। স্কোরলাইন ৩-১ করতে বেশি সময় নেননি তারা ভিনিসিয়ুস জুনিয়র। আর ৭৬ মিনিটে থেকে শেষ গোলটি করেন ফারল্যান্ড মেন্ডি।

৬৭তম মিনিটে বড় ধাক্কা খায় গ্রানাডা। ভিনিসিউসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ মিডফিল্ডার মোনচু। আর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন দলটির কোচ রবের্তো মরেনোও। গ্রানাডা সম্পূর্ণ খেলায় গোলের জন্য ১১টি শট করেছে। এর মধ্যে ৩টি ছিল লক্ষ্যে, সফলতা এসেছে একটি।

এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে সেভিয়া। সেভিয়ার সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। ২৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ চারে, ২১ পয়েন্ট নিয়ে রিয়াল বেতিস পাঁচে আছে। ২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বার্সেলোনা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ