23 C
আবহাওয়া
১১:০০ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বিএনএ, গাজীপুর : গাজীপুরে বাসা-বাড়ি থেকে অবৈধ এক হাজার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ নভেম্বর) রাতে  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপকনৃপেন্দ্রনাথ বিশ্বাস।

এ সময়ে অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৫ জনকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের হাজীরপুকুর, হাজী বহর আলী সুপার মার্কেট ও সাইনবোর্ড এলাকায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৫ জনকে ৭৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/রুকন/আমিন

Loading


শিরোনাম বিএনএ