19 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও  অন্তত ছয়জন নিহত হয়েছে।  আহত হয়েছে আরও  ১৪ জন । শনিবার (২১ অক্টোবর) রাতে খারকিভ অঞ্চলে একটি পোস্টাল কোম্পানির গুদামে এই হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার গুদামটি। বিস্ফোরকের আঘাতে এর দরজা-জানালা উড়ে গেছে ।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ হামলায় নোভা পোশতার ছয় কর্মচারী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। হামলার সময় তারা টার্মিনালের ভেতরে অবস্থান করছিলেন।  আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

অফিসের মুখপাত্র দিমিত্রো চুবেনকো ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সুসপিলনে’কে বলেছেন, আহত ও নিহতের সঠিক সংখ্যা নির্ধারণের জন্য ঘটনাস্থলে ধ্বংসাবশেষ বিশ্লেষণ অব্যাহত রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ