36 C
আবহাওয়া
৭:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » পুকুর ভরাট করে ভবন নির্মাণ, আট জনের বিরুদ্ধে মামলা

পুকুর ভরাট করে ভবন নির্মাণ, আট জনের বিরুদ্ধে মামলা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পুকুর ভরাট করে ভবন নির্মাণের অভিযোগে আট জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- মোহাম্মদ নুরুল ইসলাম (৫৭), আবুল কালাম (৫০), মন্টু কুমার দাশ (৫৭), সুমি রানী দাশ (৪০), নিকাশ দাশ (৬০), কৃষ দাশ (৪৫), বিকাশ দাশ (৫৯) ও মো. আজিজুর রহমান (৩০)।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, যে স্থানে বাড়ি নির্মিত হচ্ছে সেখানে পুকুর ছিল। অথচ পুকুর ভরাটের জন্য সরকারের কাছে কোন অনুমতি নেওয়া হয়নি।

তিনি আরও বলেন এ ছাড়া বহুতল ভবনটির জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেওয়া হয়নি।  বুধবার শুনানির নোটিশ দেওয়া হয়। শুনানিতে বিবাদীদের পক্ষে বিকাশ দাশ ও মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ