17 C
আবহাওয়া
১০:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তান নয়, আমার শরীরে আফগান রক্ত-আরশি খান

পাকিস্তান নয়, আমার শরীরে আফগান রক্ত-আরশি খান

আরশি খান

বিএনএ বিনোদন ডেস্ক :তালেবানরা  আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এক প্রকার ঝামেলায়ই পড়েছেন ‘বিগ বস’ খ্যাত ভারতীয় অভিনেত্রী আরশি খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নানা ধরনের ট্রলের শিকার হচ্ছেন  । তাকে  কেউ বলছেন  পাকিস্তানি, আবার কেউ বা বলছেন তালেবান।

এমন পরিস্থিতে মুখ খুলেছেন আরশি । ভারতীয় এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আরশি জানান, পাকিস্তান না  আমার জন্ম আফগানিস্তানে।কিন্তু এক সময় আমার বাবা পরিবার নিয়ে ভারতে চলে যান। ফলে এখন আমি  ভারতীয় নাগরিক। মনে-প্রাণেও তিনি একজন ভারতীয়।আমার বয়স যখন মাত্র চার বছর তখন আমার পরিবার যখন ভারতে চলে আসে। আমার শিকড় আফগানিস্তানে, তবে আমি ভারতীয় নাগরিক। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্রও রয়েছে।’

তিনি আরও বলেন,  আমি খুব কষ্ট পাচ্ছি। খাবার খেতে পাচ্ছি না। আমার পরিবার প্রার্থনা করছে ওদের জন্য। আমাদের এখনও ওখানে আত্মীয় ও বন্ধুবান্ধব আছে।  আশা করছি এমন কিছু হোক যাতে সব ঠিক হয়ে যাক।’

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ