Bnanews24.com
প্রবাস সব খবর

মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

বিএনএ,মালয়েশিয়া : মালয়েশিয়ার তামান মুতিয়ারা গালায় ৩০বছর বয়সি বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে অপর এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

বুধবার(২১ জুলাই) সেরেমবান পুলিশের সহকারি কমিশনার মোহাম্মদ সাইদ ইব্রাহিম গণমাধ্যমকে জানান, সামান্য কথাকাটির জের ধরে তাকে খুন করা হয়েছে। ২৯বছর বয়সি ওই শ্রমিক কয়েকদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় নিয়োগকর্তা নিকটস্থ থানায় অভিযোগ দেন।

পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ভিকটিম বাংলাদেশি শ্রমিক অভিযুক্ত ব্যক্তির বাসায়ও গৃহকর্মী হিসেবে কাজ করতো। মাথায় কাঠ দিয়ে আঘাত করে তাকে হত্যা করে মাঠিতে পুঁতে রেখেছিল হত্যাকারী।

নিয়োগকর্তা যখন নিঁখোজ শ্রমিক সম্পর্কে জানতে চান তখন হত্যাকারী পালিয়ে যাবার চেষ্ঠা করেছিল। পরে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

পরে পুলিশের জেরার মুখে হত্যাকারী সবস স্বীকার করে এবং কোথায় মরদেহ মাটিতে কোনস্থানে পুঁতে রাখে তা পুলিশকে দেখিয়ে দেয়। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ মালয়েশিয়ার তুয়ানকো জাফর হাসপাতালে প্রেরণ করেছে।

বিএনএ বাংলানিউজ, মনিরুল ইসলাম, এসজিএন