বিএনএ,জয়পুরহাট: চট্টগ্রাম থেকে রংপুর ডিপোর উদ্দেশ্যে ছেড়ে আসা জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় তেলবাহী ট্রেনের একটি ট্যাংকারের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ ছিল। এসময় আপ-ডাউনে ঢাকা, খুলনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, চিলাহাটীগামী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২১ মে) রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার থেকে (২২ মে) ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তেলবাহী একটি ট্রেনটি চট্টগ্রাম থেকে রংপুর ডিপোর উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার রাত সাড়ে ৯টার জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকায় এসে দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ডাউনে চিলাহাটী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও আপে ঢাকা থেকে চিলাহাটীর উদ্দেশ্য ছেড়ে আসা চিলাহাটী এক্সপ্রেস ট্রেন, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন, চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস রেলস্টেশনে ও পঞ্চগড় এক্সপ্রেস বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে।
পার্বতীপুর থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন রাত দুইটায় ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টায় তেলবাহী ট্রেনের একটি ট্যাংকারের তিনটি চাকা লাইনে তুলে জয়পুরহাট রেলস্টেশনে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত রেললাইনে মেরামতের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আপ-ডাউনে বিভিন্ন রেলস্টেশনে আটকে পড়া ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রী বলেন, তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘসময় পাঁচবিবি রেলস্টেশনে আটকে ছিল। আমরা ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলাম।
জয়পুরহাট রেলস্টশনের মাস্টার বলেন, তেলবাহী একটি ট্রেন পুরানাপৈল এলাকায় লাইনচ্যুত হয়েছিল। এ কারণে ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।
বিএনএনিউজ /আরএস