30 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২লাখ টাকার গাঁজাসহ আটক ২

চট্টগ্রামে ২লাখ টাকার গাঁজাসহ আটক ২


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকা থেকে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ মে) দুপুর পৌনে একটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন ভূজপুর থানার পশ্চিম শিকদার এলাকার সেকান্দার আলীর ছেলে মো. ফারুক হোসেন (২২) ও একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. জাকির খান (২২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, অক্সিজেন মোড় এলাকায় গাঁজা বেচাকেনার জন্য অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. ফারুক হোসেন ও মো. জাকির খানকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/নাবিদ,ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ