27 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - মে ১১, ২০২৪
Bnanews24.com
Home » শাটল ট্রেনের ব্রেক নষ্ট, পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে বিলম্ব

শাটল ট্রেনের ব্রেক নষ্ট, পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে বিলম্ব


বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ সেশনের আজ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছুদের বহন করা শাটলের ব্রেক গিয়ার ভেঙে যাওয়ার কারণে পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে বিলম্ব হয়েছে। ক্যাম্পাসগামী এই শাটল বালুছড়া আসার পর এমন দুর্ঘটনা হয়।

সোমবার (২২ মে) সাড়ে নয়টার দিকে এটি ঘটে। এসময় শাটল ভর্তি পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে দেখে অনেকেই ভিন্ন যানবাহনে করে ক্যাম্পাসে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাউছার মাহমুদ বলেন, শাটলের ব্রেক গিয়ার ভেঙে গেছে। ভর্তিচ্ছুরা ভোগান্তিতে পড়ে যায়৷ অনেকেই বাসে চলে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, শাটলের সমস্যা হওয়ার খবর আমরা শুনেছি। বাস পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের যার যার মতো ক্যাম্পাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা পেছানোর বিষয়টি শাটল পৌঁছানোর উপর নির্ভর করছে। আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিব।

বিএনএ/সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ