19 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পদক নিয়ে বাবার কবরে জাবেদ

পদক নিয়ে বাবার কবরে জাবেদ


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় দেশের সর্বোচ্চ বেসমারিক সম্মান মরণোত্তর স্বাধীনতা পদক ২০২১ পুরস্কৃত হয়েছেন বর্ষীয়ান রাজনীবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু ।

গতকাল (বৃহষ্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পদক গ্রহণ করেছেন তারই পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।পদক গ্রহণ করেই শুক্রবার (২১-মে) বিকাল ৫টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নিজ বাড়ী হাইলধর গ্রামে অবস্থিত পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জেয়ারত করতে আসেন তিনি।

এসময় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক একান্ত সচিব বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ,ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম সহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ