30 C
আবহাওয়া
৫:৩০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০২২

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইসিসি মহিলা বিশ্বকাপে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্ক মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে।

ভারতের বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সর্বশেষটি ২০১৭ সালে। প্রতিটিতেই হেরেছে। তবে এই ভারতকেই টি–টোয়েন্টি ম্যাচে হারিয়ে মালয়েশিয়ায় ২০১৮ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ।

মঙ্গলবারের ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, “আমরা এর আগে এত বেশি ওয়ান ডে খেলিনি। আমাদের এখন একটা এফটিপি রয়েছে। তাই আমরাও দেখাতে চাই, যে আমরা এই স্তরে খেলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খেলতেও পারি। আমাদের প্রত্যেকের কাছে প্রতিটা ম্যাচ একটা করে বিরাট বড় সুযোগ।”

ভারতীয় তারকা অলরাউন্ডার স্নেহ রানা বলেন, “আমাদের দলের অন্দরের পরিবেশটা এখনও ইতিবাচক রয়েছে। একটা হারের পর একটু খারাপ লাগে, তবে ম্যাচটার আগে সময় পেয়েছি। আমরা খেলতে নামব জেতার জন্য। নেট রান রেটে ফোকাস করাটা আমাদের কাছে প্রধান উদ্দেশ্য থাকবে না।”

এখনও পর্যন্ত মেয়েদের বিশ্বকাপের ৫টি ম্যাচে খেলেছেন ভারত। তাতে জয় মাত্র ২টিতে, আর হারতে হয়েছে তিনটি ম্যাচে।

এখনও পর্যন্ত বাংলাদেশ ৪টি ম্যাচে খেলে মাত্র একটিতে জিতেছে।

বাংলাদেশ: নিগার সুলতানা, সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারগানা হক, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবনা মোস্তারি, ফারিহা ত্রিসনা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।

ভারত: মিতালি রাজ (সি), হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়া , পুনম যাদব।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ