24 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চিনির দাম কেজিতে বাড়ল ২০ টাকা

চিনির দাম কেজিতে বাড়ল ২০ টাকা


বিএনএ, ঢাকা: আবারও বেড়েছে  চিনির দাম। সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য কেজিপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)  বিজ্ঞপ্তিতে তারা  এ তথ্য জানায় । সবশেষ প্যাকেটজাত চিনির কেজি প্রতি মূল্য ১৪০ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

করপোরেশনের ৫০ কেজির বস্তা চিনির মিলগেটে নতুন বিক্রয়মূল্য হবে প্রতি কেজি ১৫০ টাকা। আর ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা।

এছাড়া প্যাকেটজাত এক কেজি চিনি মিলগেটে/করপোরেশনের সুপারশপে বিক্রি হবে ১৫৫ টাকায়। এছাড়া বিভিন্ন সুপারশপ, চিনিশিল্প ভবনের বেজমেন্ট ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।

চিনির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এ দাম ঠিক করা হয়েছে সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও জানায়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ