বিএনএ, মোংলা: ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিংয়ের স্টিল পাইপের শেষ চালান বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে। এখন চলছে খালাসের কাজ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার জেনারেল ম্যানেজার জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পাইপ নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজ এমভি জুপিটার।
জানা গেছে, সেতুর স্টিলের পাইলিং পাইপের এটি শেষ চালান। পরে পর্যায়ক্রমে আসবে সেতুর মুল স্টেকচারের মালামাল। পাইপ খালাস শেষে এমভি জুপিটার আগামী ২৪ ফেব্রুয়ারি মোংলা বন্দর ত্যাগ করবে।
জেনারেল ম্যানেজার জিয়াউল হক জানান, ভিয়েতনাম থেকে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ টন স্টিলের পাইলিং পাইপের ১৪তম চালান মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এসেছে। বর্তমানে জাহাজ থেকে ২৩০ প্যাকেজের এ পাইলিং পাইপ খালাসের কাজ চলছে। বার্জে (নৌযান) করে সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে নেওয়া হচ্ছে।
বিএনএ/এমএফ