15 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » জুলাইয়ের তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি–সজীব ভূঁইয়া

জুলাইয়ের তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি–সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ

ঢাকা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাইয়ের তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করে দিয়েছে আমরা রাজনীতি কিংবা দেশ বিমুখ নই।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের মিলনায়তনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, আমরা দেখতে পাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ পালনের উদ্যোগ নিয়েছে; যা সারা দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করছে। দেশের ৬৪ টি জেলা, ৪৯৫ টি উপজেলায় বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ফেডারেশন তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে যে জাগরণ উঠেছে তা প্রমাণ করে জুলাইয়ের তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি।

সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের জনগণ একটি সংকটকালীন সময়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশর সূচনা করেছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম এবং সংস্কার কার্যক্রমকে সফল করতে সকলকে ভূমিকা রাখতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সাবেক সচিব মোঃ ইসমাইল জাবিউল্লাহ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম-সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ