বিএনএ, ফেনী : ফেনীতে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার লাঠি ও ইটের আঘাতে প্রাণ হারালেন চাচা নুরুল আফসার (৪৫)। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কলর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামের শাহ আলম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আফছার আব্দুল বারিকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শফিকুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম, তার ছেলে জাহেদ ও জনিসহ তিনজনকে আটক করেছে দাগনভূঞা থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল জায়লস্কর ইউনিয়নের জায়লস্কর গ্রামের বাড়িতে ঘরে ঝাড় দিয়ে ময়লা আবর্জনা পথিমধ্যে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জনি ও জাহিদের মায়ের সঙ্গে তাদের চাচা আফছারের স্ত্রীর ঝগড়া শুরু হয়। ঝগড়া বিকেল গড়িয়ে সন্ধ্যায় চলে। একপর্যায়ে বাড়ির পুরুষ সদস্যরাও ঝগড়ায় যোগ দেয়। এ সময় তাদের চাচা নুরুল আফছার ঝগড়া থামাতে এগিয়ে যান। এতে জনি ও জাহিদ আরও ক্ষিপ্ত হন। তারা চাচার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ঝগড়া শুরু করেন।
একপর্যায়ে তারা চাচা নুরুল আফছারকে এলোপাতাড়ি কিল ঘুষি ও ইট দিয়ে বুকে আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, চাচা নুরুল আফছারের সঙ্গে আগে থেকে জনি ও জাহিদদের বিরোধ ছিল। সে কারণে তারা আগে থেকে চাচার ওপর ক্ষিপ্ত ছিল।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ দেব জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটকেরা ছাড়াও শফিকুর রহমানকে আসামি করা হয়েছে।
বিএননিউজ/এইচ.এম।