বিএনএ, বিশ্ব ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের একটি উন্মুক্ত বাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ দাঁড়িয়েছে।হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।বৃহস্পতিবারের এই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।
সংগঠনটির নিজস্ব বার্তা সংস্থা আমাক জানিয়েছে, শিয়া মুসলিমদের অবস্থান লক্ষ্য করে ওই জোড়া হামলা চালানো হয়েছে।ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে ওই আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডেনিয়েল স্মিথ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।গত ৩ বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।
বিএনএনিউজ/আরকেসি