30 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৩

বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৩


বিএনএ  ডেস্ক : বলিভিয়ার আন্দেস এলাকার একটি হাইওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বলিভিয়ার রাজধানী লা পাজের উরুরো শহরের সঙ্গে সংযোগকারী রাস্তায় চলাচলের সময় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে,  একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সর্বোচ্চ ২১ জন ধারণক্ষম বাসটি পড়ে থাকা বেশ কিছু মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে।

এ প্রসঙ্গে লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মার্কো সেসপেডস বলেন, ‘ঘটনাস্থলে প্রাণ হারানো ১৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে।’

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ