22 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না-ওবায়দুল কাদের

রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না-ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা: রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমান টেমস নদীর ওপার থেকে হুমকি ধামকি দিচ্ছে। দেশে এসে মানুষকে মোকাবিলা করে জেলে যাওয়ার সাহস অর্জন করুক। গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ ধরে ধরে প্রতিহত করে গণশাস্তি দেবে। জনগণ নির্বাচন পণ্ড করতে দেবে না।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

 

জনগণ বিএনপির এই ডাকে সাড়া দেয় না

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাকে জনগণ আগেও সাড়া দেয়নি। জীবনযাত্রা স্বাভাবিক ছিল। হরতাল-অবরোধে সবকিছু চলেছে। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।  এবারও জনগণ বিএনপির এই ডাকে সাড়া দেবে না। বিএনপিকে মানুষ অসহযোগিতা করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ট্যাক্স-বিল যাদের বাকি, ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের তালিকা করে সব আদায় করা হবে। কেউ ছাড় পাবে না।  গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ ধরে ধরে প্রতিহত করে গণশাস্তি দেবে। জনগণ নির্বাচন পণ্ড করতে দেবে না।

৭ জানুয়ারি জনতার বিজয় হবে

৭ জানুয়ারি জনতার বিজয় হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালের সিলেটের সমাবেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচনে আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার সাধারণ যাত্রীর মতো বিমানের টিকিট কেটে গেছেন। সরকারি কোনো খরচ নেননি। তার সঙ্গে যারা গেছেন তারাও নিজ খরচে গেছেন। সার্কিট হাউজের ভাড়াও পরিশোধ করেছেন। কোনো দলীয় পতাকা ব্যবহার করেননি।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ