24 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের

বিএনএ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেলো কামরুজ্জামান খোকন (৩৮) নামে এক ব্যক্তি। কামরুজ্জামান লালমনিরহাটে রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২১ডিসেম্বর) ভোর ৬টার দিকে বিমানবন্দর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, বুধবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেনে করে ঢাকা আসেন খোকন। বিমানবন্দর স্টেশনে নামার পর আবার কমলাপুর যাওয়ার জন্য চলন্ত অবস্থায় ওই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায় তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ রেলওয়ে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ