বিএনএ ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আকরাম খান। কোনো চাপে নয় পারিবারিক কারণেই পদত্যাগ করছেন বলে জানান তিনি।
বুধবার (২২ ডিসেম্বর) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলার পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আকরাম খান নিজেই। নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন আকরাম। তবে কারো কোনও প্রশ্নের জবাব দেননি। শুধু জানিয়েছেন, মানসিক চাপ সহ্য করতে না পেরেই ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন তিনি।
ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম, সোমবার ফেসবুক স্ট্যাটাসে সহধর্মিনী সাবিনা আকরাম এমনটাই জানানোর পর থেকেই নাটকীয়তার শুরু হয়। যদিও পরবর্তীতে সেই স্ট্যাটাস সরিয়ে নিয়েছিলেন তিনি। ঘটনার কারণ জানতে দিনভর আকরামের বাড়ির সামনে গণমাধ্যম কর্মীরা ভিড় জমান। ফোনে বারবার যোগাযোগের পর সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
২০১৪ সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পান আকরাম খান। পরের বছর অক্টোবরে নাঈমুর রহমান দুর্জয়ের কাছে পদ হারান।
এরপর ২০১৬ এর ফেব্রুয়ারিতে আবারও বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ফেরেন তিনি। সেই কারণে বিসিবি বসের সঙ্গে কথা বলে চূড়ান্ত ঘোষণা দিতে চান ১৯৯৭ সালের আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জানান, লম্বা সময় বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। চাইলেই কি সরে যাওয়া সম্ভব? বিসিবি সভাপতি থেকে যেতে বলতে কি হবে সেটাই এখন বড় প্রশ্ন।
বিএনএনিউজ/আরকেসি