28 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়–ধর্ম উপদেষ্টা

ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়–ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ঢাকা: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়।  তিনি বলেন, বই জ্ঞানের ধারক ও বাহক। বইয়ের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান সঞ্চারিত হয়। বই পাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। মানুষের ভাবনায় নতুন দিগন্ত উন্মোচিত করে বই।

বুধবার ( ২০ নভেম্বর) রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় বিশ্বকল্যাণ পাবলিকেশন্স প্রকাশিত তাহফীয কুরআনুল কারীম ও ৪টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

সঠিক বই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, মনোজগত পরিবর্তনের জন্য প্রয়োজন উপযুক্ত বই। এক্ষেত্রে  ইসলামি বইগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা যায়। তিনি আরো বলেন, ইসলামি বই মেলা শুধুই বাণিজ্য নয়, এটা জ্ঞান চর্চার একটি কার্যকর মাধ্যম। তিনি আগামীদিনের ইসলামি বইমেলা আরো বৃহৎ পরিসরে আয়োজনের আশ্বাস দেন। এছাড়া,  ইসলামি বইমেলা আয়োজনের জন্য লেখক ও অনুবাদক, প্রকাশকদেরকে উপদেষ্টা ধন্যবাদ জানান।

প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে ড. খালিদ বলেন, বিশ্বকল্যাণ পাবলিকেশন্স গত দুই দশক ধরে জাতির ধর্মীয় জ্ঞানের খোরাক জোগাতে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। তিনি বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের বইগুলো মুসলিম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে তাহফীয কুরআনুল কারীম এবং মাসউদুল করিম রচিত অপারেশন হিকট্রাক্টস-১ ও ড. আহমদ আবদুল কাদের রচিত জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা, আধুনিক যুগে খেলাফত রাষ্ট্রব্যবস্থা এবং ধর্ম ও ধর্ম নিরপেক্ষতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এর আগে উপদেষ্টা ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা নকীব আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ