বিএনএ:ইরানের বিমান বাহিনী দেশ জুড়ে বড় ধরনের সামরিক মহড়া চালাতে যাচ্ছে। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে আজ (বুধবার) জানিয়েছেন, আগামীকাল এ মহড়া অনুষ্ঠিত হবে।এই মহড়ায় যুক্ত হবে ইরানের পাঁচটি সামরিক বিমানঘাঁটি এবং বিভিন্ন ধরনের বিমান তাতে যোগ দেবে।
একদিনের এ মহড়ায় কয়েক ডজন জঙ্গিবিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান ও গোয়েন্দা বিমানসহ বিভিন্ন ধরনের বিমান এবং ড্রোন অংশ নেবে।
এছাড়া দেশে তৈরি কারার, কিয়ান, আবাবিল, আরাশ ও কামান নামের ড্রোন মোতায়েন করা হবে। এসব ড্রোনে রকেট, প্রিসিশন-গাইডেড মিসাইল, দীর্ঘ পাল্লার স্মার্ট বোমা ও রাডারে জ্যাম সৃষ্টিকারী যন্ত্রপাতি বসানো আছে।
এর মধ্যে বিমানঘাঁটিগুলোতে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাঁচটি ঘাঁটির মধ্যে ইস্ফাহান প্রদেশের শহীদ বাবায়ি ঘাঁটি ও উত্তর আজারবাইজান প্রদেশের শহীদ ফাকুরি বিমানঘাঁটি রয়েছে।
বিএনএ/ওজি