বিএনএ,কক্সবাজার: পার্বত্য জেলায় সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দোকানপাট এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
শুক্রবার (২০সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে পালিত হয় এ কর্মসূচি।
এসময় বক্তারা বলেন, পাহাড়ে কোনো প্রকার স্বাধীনতা নেই। এমনকি মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত নেই। পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করা যায় না। পাহাড়ের দমন-পীড়ন বন্ধ করতে হবে। এখানকার বাসিন্দাদের বাঁচার মতো বাঁচতে দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মনথেন হ্লা রাখাইন, সুফল চাকমা, মং থেং হ্লা, মা টিন টিন প্রমুখ।
বিএনএনিউজ/ আরএস/এইচ.এম।