বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাটে হাতি তাড়ানোর জন্য নিজের তৈরী ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ঠে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, জাহাঙ্গীর আলম সীমান্ত এলাকা ভারতীয় পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণ থেকে আবাদী আমন ধানের ফসল রক্ষা করার জন্য জেনারেটরের মাধ্যমে তার সংযোগ দিয়ে ইলেকট্রিক শক এর ব্যবস্থা করে। কিন্তু অসাবধানতাবশত তিনি নিজেই বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার পরিদর্শক মো. শাহিনুজ্জামান খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠে এক জনের মৃত্যু হয়েছে এমন সংবাদে পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
বিএনএ/ হামিমুর রহমান, ওজি