26 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » জাতিসংঘে ফের কাশ্মির ইস্যু তুললেন এরদোগান

জাতিসংঘে ফের কাশ্মির ইস্যু তুললেন এরদোগান

তুরস্ক

বিএনএ, বিশ্বডেস্ক : নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান ৭৭তম অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও কাশ্মীর ইস্যু তুলে ধরেছেন। মঙ্গলবার (২০ সেপ্টম্বর) কাশ্মীরের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে বক্তৃতা দেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পরেও ভারত এবং পাকিস্তান এখনও একে অপরের মধ্যে শান্তি ও সংহতি প্রতিষ্ঠা করতে পারেনি। এটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করি কাশ্মীর নিয়ে চলমান সমস্যার একটি স্থায়ী সমাধান হবে।

কাশ্মির ইস্যুতে বরাবরই সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের আগের দুই অধিবেশনেও বিষয়টির অবতারণা করেছিলেন তিনি।

যদিও তার এ অবস্থানে নাখোশ ভারত। আগেও কাশ্মীর নিয়ে কথা বলায় তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়।

বিএনএনিউজ/এইচ.এম,জিএন।

Loading


শিরোনাম বিএনএ